জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন

2

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চট্টগ্রামভিত্তিক সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। ৩১ মে সকাল ৯টা থেকে ভোটদান কর্মসূচি শুরু হয় মাঝির ঘাটস্থ নিজেস্ব কার্যালয়ে। শেষ হয় বিকাল ৩টায়। প্রধান নির্বাচন কমিশনার লায়ন এম. এ. মুছা বাবলু’র তত্ত¡াবধানে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুধুমাত্র মহাসচিব পদে দুইজন প্রতিদ্বন্দ্বি নির্বাচনে অংশ নেয়। সভাপতি আহমদুল আলম বাবুলসহ বাকি সদস্যরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে মহাসচিব পদে জয়লাভ করে শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন মো. শাহনুরকে পরাজিত করে নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হলেন- সভাপতি আহমদুল আলম বাবুল, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সি. সহ-সভাপতি শেখ মো. মনছুর, সহ-সভাপতি মো. আলী আকবর, সহ-সভাপতি লায়ন মো. ইব্রাহিম, সহ-সভাপতি মো. আজিজ উদ্দিন, অতিরিক্ত মহাসচিব মাঈন উদ্দিন রিপন, যুগ্ম মহাসচিব মোসলেহ উদ্দিন সেলিম, যুগ্ম মহাসচিব এম. জাহাঙ্গীর কবির চৌধুরী জিকু, যুগ্ম মহাসচিব মো. জাহাঙ্গীর আলম, অর্থ সচিব আলী আকবর, সাংগঠনিক সম্পাদক আলী আজগর রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ব্যবসায়ী সম্পাদক মাকসুদ আলম, প্রচার সম্পাদক মো. নাজের, ধর্মীয় সম্পাদক মো. নাছির উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পরিকল্পনা সম্পাদক মো. মহিউদ্দিন। নির্বাহী সদস্য এয়াকুব আলী, আবদুল্লাহ আল মুরাদ ও মো. আজিজুল হক। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার এন্ড মার্চেন্টস গ্রæপের কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করা হয়েছে। বিজ্ঞপ্তি