বাংলাদেশ স্কাউট্স চট্টগ্রাম জেলা রোভারের ৩০তম বার্ষিক কাউন্সিল চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউট্সের এডহক কমিটির আহব্বায়ক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অ্যাডহক কমিটির সদস্য সচিব বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ, অ্যাডহক কমিটির সদস্য এসএম আফজর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রোভার প্রতিনিধি দুলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডহক কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম।
কাউন্সিল সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব, অডিট রিপোর্ট উপস্থাপন এবং বাস্তবায়িত প্রোগ্রাম অনুমোদন হয়। কাউন্সিল সভায় আগামি ৩ বছরের জন্য সর্বসম্মতভাবে জেলা রোভারের নির্বাহী কমিটি গঠিত হয়। প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এলটি- কে চট্টগ্রাম জেলা রোভার স্কাউট্সের কমিশনার সুপারিশ করা হয়। নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নঈম উদ্দীন হাসান তিবরিজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রাক্তন পরিচালক মুহাম্মদ রুহুল আমীন খান, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, সম্পাদক পদে অধ্যাপক এজেডএম বোরহান উদ্দীন, যুগ্ম সম্পাদক পদে মো. আবু সালেহ, গ্রুপ কমিটির সভাপতি পদে প্রফেসর মো. আবদুল খালেক, প্রফেসর মো. জসিম উদ্দিন খান, রোভার স্কাউট লিডার প্রতিনিধি স্কাউটার শামসুল হক, স্কাউটার ফরিদুল আলম নির্বাচিত হন।
কাউন্সিলে চট্টগ্রামের সকল বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, বেসরকারি কলেজ, মাদ্রাসা ও মুক্ত দলের বিপুল সংখ্যক কাউন্সিলর অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি