জেলা রোভারের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

1

চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের আয়োজনে ২০ মার্চ চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। রোভার স্কাউটদের বিভিন্ন স্তর ভিত্তিক ধর্মীয় কার্যাবলী ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ বিষয়ের উপর রিসোর্স পারসন হিসেবে সেশান পরিচালনা করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম, চট্টগ্রাম কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এরশাদ উল্লাহ, ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান চৌধুরী, চট্টগ্রাম কলেজ জামে মসজিদের খতিব ও সীতাকুÐ আলীয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর, দারুল উলুম কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. ইউসুফ। ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রাক্তন পরিচালক ও জেলা রোভারের সহ-সভাপতি মুহাম্মদ রুহুল আমীন খান।
দিনব্যাপী ওয়ার্কশপ শেষে সমাপনী অনুষ্ঠান, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও জেলা রোভার কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এলটি, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ও জেলা রোভারের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রামের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ। ওয়ার্কশপে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৭০ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি