সুষ্ঠুভাবে হজ্জ সম্পাদনের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। ইসলামের অন্যতম বিধান হজ্জ কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অতিরিক্ত জেলা প্রশাসক। গত রবিবার জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের নিচ তলায় অনুষ্ঠিত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের হজ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শরীফ উদ্দিন উক্ত কথা বলছিলেন। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিচালক সরকার সারোয়ার আলমের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন মো. তৌহিদুল আনোয়ার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, ঢাকা। স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। ধর্মীয় বিধি-বিধান সম্পর্কিত প্রশিক্ষণ পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল হক আযহারী, পেশ ইমাম, আন্দরকিল্লা শাহী মসজিদ, চট্টগ্রাম। ইসলামী ব্যাংকের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ইসলামী ব্যাংকের প্রতিনিধি এবং হজ্ব ব্যবস্থা সম্পর্কিত প্রশিক্ষণ পরিচালনা করেন হাবের প্রতিনিধি মো. আব্দুল মালেক। ইসলামিক ফাউন্ডেশন সহকারী পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহর সঞ্চালনায় প্রশিক্ষণ শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসান। বিজ্ঞপ্তি