জেলা প্রশাসকের সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোট মতবিনিময়

5

চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, চট্টগ্রাম জেলা শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৩১ অক্টোবর জেলা প্রশাসক শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়ার কথা তাদের কাছে থেকে শোনেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। শিক্ষকেরা বলেন, আমরা চাই একটি বৈষম্যহীন ও ন্যায়ভত্তিক রাষ্ট্র। সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ পুলিশ ও প্রশাসন চাই। আমরা আপনার সাহায্য চাই। এই আন্দোলনে ছাত্র-জনতা বাক স্বাধীনতা, নিরপেক্ষ সরকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। আমরা চাই এমন রাষ্ট্র গাঠন করতে, যেখানে দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্য থাকবে না। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা আনন্দিত আপনাদের কাজের উদ্যোম ও নিয়মতান্ত্রিক মনেভাব দেখে। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দিচ্ছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম এ ছফা চৌধুরী, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম টিপু, সহ-সভাপতি অধ্যক্ষ নাসির উদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক মো. নাজিমউদ্দীন, সহ-সভাপতি অধ্যাপক এম. রমিজ আহমদ, সচিব মো. ওসমান গনি, যুগ্ম সচিব মো. আইয়ুব, মো. আবদুল মাবুদ, অধ্যাপক মো. রেজাউল করিম, মো. নিজাম উদ্দীন, মাহবুবুর রহমান, মাহফুজুল ইসলাম, মমতাজ রোকসানা, রেজাউল করিম, অধ্যক্ষ মো. নরুল কবির, অধ্যাপক মো. হারুন, মাহফুজুল হক, অধ্যক্ষ নূরুল কবির ও মোফাজ্জল করিম সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি