জেলা পরিষদ কর্মসম্পাদন কমিটির মাসিক সভা

1

চট্টগ্রাম জেলা পরিষদের কর্মসম্পাদনের নিমিত্ত নবগঠিত কমিটির মাসিক সভা জেলা পরিষদ মিলনায়তনে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা ও সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ জেলার গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্র্ণ ভূমিকা পালন করার সুযোগ আছে। বর্তমান সরকার জনকল্যাণে তৎপর বিধায় জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা করার জন্য এ কমিটি কাজ করছে। সবাই এক সাথে কাজ করে জনগণের প্রত্যাশা মেটানোর চেষ্টা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নামান হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, সীতাকুÐ উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মু. ইনামুল হাসান, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মাসুদা জান্নাত, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মসিউজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খিসা, রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভুইয়া, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আকতার, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, জেলা শিক্ষা উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি