জেলা ক্রিকেটকে কেন্দ্রে আনতে ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’

2

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেট বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ধারাবাহিক পদক্ষেপ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। তার উদ্যোগগুলোর সম্মিলিত নাম দিয়েছেন ‘ট্রিপল সেঞ্চুরি’।
এই কর্মসূচির মাধ্যমে তিনি সরাসরি দেশের বিভিন্ন জেলায় গিয়ে স্থানীয় ক্রিকেট কাঠামো, কোচিং এবং প্রতিভা বিকাশের কার্যক্রম তদারক করছেন।
এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বুলবুল ঘোষণা দিলেন নতুন এক আয়োজনের, যার নাম ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স’।
বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় বুলবুল বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট প্রতিটি জেলা ও বিভাগে ছড়িয়ে আছে। কিন্তু সবাইকে এক ছাদের নিচে এনে অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের সুযোগ তেমন নেই। এই কনফারেন্সের মাধ্যমে আমরা সেটিই করতে চাই।’
আগামী ৯ ও ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এই কনফারেন্স। এতে দেশের ৬৪ জেলার ক্রিকেট সংগঠক, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
বুলবুল আশাবাদী, এই উদ্যোগের মাধ্যমে ‘রাজধানী-কেন্দ্রিক ক্রিকেটের সীমা ভেঙে দেশের প্রান্তিক অঞ্চলগুলোতেও নতুন প্রাণ সঞ্চার হবে।’