লামা প্রতিনিধি
বান্দরবান জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহেরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মানববন্ধন করেছেন লামা পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দারা। সাধারণ মানুষের কেনা জায়গা, বসতবাড়ির রেকর্ড জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে জবর দখলের চেষ্টাসহ নানারকম হয়রানির অভিযোগে এ মানববন্ধন করেন ভুক্তভোগীরা।
গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের অর্ধশত ভভুক্তভোগী নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে অভিযুক্ত এসএম আবু তাহেরের বিরুদ্ধে স্মারকলিপিও প্রদান করেন ভুক্তভোগীরা। এসএম আবু তাহের পৌরসভা এলাকার মধুঝিরি গ্রামের বাসিন্দা হাজী আবদুল জব্বারের ছেলে।
মানববন্ধন শেষে দেয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এসএম আবু তাহের দলীয় ও সরকারি প্রভাব খাটিয়ে জুলুম ও নির্যাতনের মাধ্যমে সাধারণ মানুষকে অতিষ্ট করে তুলেছিলেন। তার আশেপাশের শাহেনুর বেগম, খুরশিদা বেগম, সোহরাব হোসেন, রহিমা খাতুন ও ইউছুপ আলীসহ বেশ কয়েক জনের ক্রয়কৃত ভোগ দখলীয় বসতবাড়ি জালিয়াতির মাধ্যমে জবর দখল করার চেষ্টা করছেন এখনো। তার অত্যাচার ও ভয়ে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেউ প্রতিবাদ কিংবা মুখ খুলতে সাহস পায়নি। যারাই প্রতিবাদ করেছেন, মুখ খুলেছেন তাদেরকে নিজের সন্ত্রাসী বাহিনী ও প্রশাসন দিয়ে হয়রানি করেছেন। জুলাই বিপ্লব সরকার আসার পরেও এই ফ্যাসিস্ট দমেনি। বরং কৌশল পাল্টে বর্তমানেও বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন এই আবু তাহের। আওয়ামী লীগ সরকারের জুলুমবাজ এই ফ্যাসিস্ট কৃষকলীগ নেতা এসএম আবু তাহেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা।
মানববন্ধনে ভুক্তভোগীদের সাথে স্থানীয় অসংখ্য সাধারণ মানুষও অংশ নেন ও প্রতিবাদ জানান।