
চন্দনাইশ
৫৪তম জাতীয় সমবায় দিবস’২৫ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মো. সামসুদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। রিটু বড়ুয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বসুপ্রিয় তালুকদার, মো. মহিউদ্দীন, সর্দ্দার ইউছুপ আলী বাবুল, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাদারণ সম্পাদক আবু বক্কর, মো. মহিউদ্দীন, মো. করিমুল্লাহ, মো. ওয়াসিম উদ্দীনসহ সকল সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ, স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ওডেব কর্মজীবী সমিতির প্রফেসর শ্যামলী মজুদারকে পুরস্কার প্রদান করা হয়। চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়ি
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে ১ নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা এম এ শহীদ ভ‚ঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমদ, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট আবসার উদ্দিন হেলাল, সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মনজুর আলম প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন- পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর মিয়াজী, সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা তানবীর সিদ্দিকী, আব্দুল মান্নান, ফটিকছড়ি প্রেসক্লাব’র সহ সভাপতি, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি মো. এমরান হোসেন, জাহাঙ্গীর আলম,
সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলনের বিস্তার এবং সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নেই দেশের সাম্য ও সমতার ভিত্তি মজবুত হবে বলে তারা মত প্রকাশ করেন। এর আগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি প্রতিনিধি
রাউজান
চট্টগ্রামের রাউজানে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যের আলোকে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
১ নভেম্বর সকালে রাউজান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও রাউজান পৌরসভার প্রশাসক অংচিং মারমা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব লিটন কুমার দাশ।
দি রাউজান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ভাইস চেয়ারম্যান বিনন্দ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক উজ্জল মুৎসুদ্দি, ছোটন বড়ুয়া, রনজন বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, সুখেন্দ বিকাশ বড়ুয়া, উজ্জল দে, মোরশেদ রফিজ, সহকারী সমবায় অফিসার সৌরভ ভট্টাচার্য।
বক্তারা ঐক্যবদ্ধভাবে সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশগ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে রাউজান উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, সদস্য ও বিপুল সংখ্যক সমবায়ী উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ে সফল সমবায় সমিতির স্বীকৃতি স্বরূপ ৪টি সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। রাউজান প্রতিনিধি
দীঘিনালা
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।
১ নভেম্বর সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় আয়োজনে ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন কক্ষে ৫৪তম সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান। আরও বক্তব্য রাখেন- মো. সোহেল রানা, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ ওসি মো. জাকারিয়া প্রমুখ। সমবায় সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন, এমাং নারী যুবকল্যাণ সমবায় সমিতির সভাপতি সুমনা ত্রিপুরা, বেতছড়ি বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মো. আব্দুল সোবাহান।
আলোচনা সভায় বক্তরা বলেন, একক প্রচেষ্ঠায় দারিদ্র বিমোচন করা সম্ভব না। সমবায় সমিতির মাধ্যমে সকলে প্রচেষ্টায় দারিদ্র বিমোচন করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই সমিতি সঞ্চয় জমা করে সকলে মিলে বহুমুখী প্রকল্প নিয়ে ভাগ্য পরিবর্তন করা যায়। আয়ের চেয়ে ব্যয় বেশি করা যাবে না। গ্রামীণ সকল উৎপাদিত পণ্য সমবায় সমিতির মাধ্যবে বেচাবিক্রি করতে পারলে ন্যায্যমূল্য পাওয়া যায়। সকল পেশার মানুষের সমবায় সমিতি থাকলে, সকলের ঐক্যবন্ধ প্রচেষ্টায় দেশ থেকে দারিদ্র বিমোচন করা সম্ভব। -দীঘিনালা প্রতিনিধি










