জেরীর জন্য ভোট চাইলেন মা ম্যা চিং

110

বান্দরবানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিং প্রু জেরীর জন্য ভোট চাইলেন জেলা বিএনপির সভাপতি মা ম্যা চিং। গতকাল মঙ্গলবার বিকালে জেলা শহরে গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় সাধারণ সম্পাদক জাবেদ রেজা ও সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন তুষারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, দল ভিন্ন হওয়ায় ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আমরা দেশ বাঁচাতে, হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরায় উদ্ধার করতেই ঘোষণা করছি ‘দল যার যার, ধানের শীষ সবার’।
তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন তিনিই সর্বপ্রথম পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার পর পার্বত্য এলাকার উন্নয়নে কোন অবদান রাখেননি। বিএনপি সরকার ক্ষমতায় আসলে বান্দরবানের উন্নয়নে ভ‚মিকা রাখবে।