জেকেএস উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনী

1

আনোয়ারার জুঁইদন্ডী খুরুস্কুল সরেঙ্গা (জে.কে.এস.) উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে ১৬ জুন বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচ থেকে শুরু করে ২০২৫ ব্যাচ পর্যন্ত পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহব্বায়ক মোহাম্মদ কায়সারের নেতৃত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি মুহাম্মদ জমির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক এনামুল করিম এবং সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল হক ও সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান। স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল করিম অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) শহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জসিম উদ্দিন, বিদ্যালয়ের হেড মাওলানা মো. আবু সাদেক সিদ্দিকী ও অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান। বক্তব্য দেন সিনিয়র সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মো. ইমরান হোসেন জিকু, মো. নুরুল আবছারসহ অতিথিবৃন্দ।
উপস্থিত ছিলেন মো. নাঈম উদ্দিন, মো. রাসেল, জামাল উদ্দিন, মো. মহিউদ্দিন রিটন, মো. নাজেম, সৈয়দ আব্দুল্লাহ, তৌহিদ। এতে মোহাম্মদ ফুরকান, মোহাম্মদ সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ সকলের সার্বিক সহযোগিতা ও ভালো কাজে সকলের একাত্মতা ঘোষণা করেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যবৃন্দের জন্য সম্মাননা স্মারক ও আমন্ত্রিত অতিথিদের গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি