জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেটে ‘ই’ গ্রুপ

1

জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয় ‘ই’ গ্রুপের রয়েল রাইডার্স বনাম ইয়াং টেলেন্ট স্পোর্টিং ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে এসে রয়েল রাইডার্স ২০ ওভার মোকাবেলা করে ৯৩ রান করেন, এতে তারা ৮টি উইকেট হাড়ায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আহসান হাবীব ৩৪(৩৩)। জবাবে ব্যাট করতে নেমে ইয়াং টেলেন্ট স্পোর্টিং ক্লাব ৩টি উইকেট হারিয়ে মাত্র ১৩.৫ বল খেলে ৯৭ রান সংগ্রহ করে জয়ের দাড়প্রান্তে পৌঁছে যায়। নিয়ন্ত্রিত বোলিং করে করে ম্যাচ সেরা নির্বাচিত হন সালমান করিম ফাহিম [বোলিং:- (৪-০-২১-৩)] ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন সিনিয়র ক্রিকেটার মো. আশরাফ। দিনের দ্বিতীয় খেলায় মোকাবেলা করেন টিএসআর ক্রিকেট একাডেমি বনাম আমবিয়া স্পোর্টস। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় টিএসআর ক্রিকেট একাডেমি।
টিএসআর ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ১৮.৫ ওভার মোকাবেলা করে সবকটি উইকেটের বিনিময়ে ৯৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইঞ্জিনিয়ার ফিরোজ ৫০*(৫০)। জবাবে ব্যাট করতে নেমে আমবিয়া স্পোর্টস নির্ধারিত ওভারের আগেই মাত্র ১০.২ ওভার খেলে ৪টি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে, খেলার জয়প্রান্তে পৌঁছে যায়। ম্যাচ সেরা হন মো. শহীদুল ইসলাম [ব্যাটিং- ৪১(১৯)] [বোলিং- ৪-০-১৬-২]। আমবিয়া স্পোর্টসের খেলোয়াড়। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন অভিজ্ঞ আম্পায়ার সুমন। আগামী শনিবার ৩০ নভেম্বর মাঠে গড়াবে ২টি ম্যাচ।