জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে ‘ই’ গ্রুপ

1

জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয় ‘ই’ গ্রুপের গ্রুপ পর্যায়ের খেলায় ১ম খেলায় মুখোমুখি হয় আম্বিয়া স্পোর্টস বনাম রয়্যাল রাইডার । টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় রয়্যাল রাইডার । প্রথমে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভার মোকাবেলা করে ১২৪ রান গরেন, এতে তারা সবকটি উইকেট হাড়ায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রুবেল ৩৮ (১৬)। জবাবে ব্যাট করতে নেমে রয়্যাল রাইডার সবকটি উইকেট হারিয়ে ৬৯ রান তুলতে সক্ষম হয় । নিয়ন্ত্রিত বলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হন রতন [ ৪.০-০-১৯-৪]। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আম্বিয়া স্পোর্টস এর ম্যানেজার আরিফ। ‘ই’ গ্রুপের গ্রুপ পর্যায়ের খেলায় ২য় খেলায় মুখোমুখি হয় ইয়াং টেলেন্ট স্পোর্টিং ক্লাব বনাম টিএসআর ক্রিকেট একাডেমি।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ইয়াং টেলেন্ট স্পোর্টিং ক্লাব । প্রথমে ব্যাট করতে নেমে ১৩.৪ ওভার মোকাবেলা করে ৮৭ রান করতে গিয়ে সবকটি উইকেট হারিয়ে ফেলে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন আমির ২০(১১), জসিম ২০(২২)। জবাবে ব্যাট করতে নেমে টিএসআর ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে খেলা সুপার ওভারে পৌঁছে যায় । দলের হয়ে সর্বোচ্চ রান করেন পল্লভ ৪৪(৫৬)। সুপার ওভারে টিএসআর ক্রিকেট একাডেমির মুন্নার দুর্দান্ত বোলিং করে জিতে যায় এই ম্যাচটি। নিয়ন্ত্রিত বোলিং করে ম্যাচ সেরা নির্বাচিত হন মো: শামীম ইসলাম [বোলিং:-৩.৪-০-১৯-৪]। ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আম্পায়ার অলি।