জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয় ‘সি’ গ্রæপের দিনের প্রথম খেলায় টসে জিতে প্রথমে ব্যাট কওে ইউথ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ২৬৬ রানের পাহাড় গড়ে ৫টি উইকেট হারিয়ে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন হিমেল ১২৭(৫২)।
জবাবে ব্যাট করতে নেমে শতাব্দী ক্রিকেট একাডেমি ৭ উইকেটে হারিয়ে ১০১ রান করতে সক্ষম হয়। ম্যাচ সেরা নির্বাচিত হন হিমেল [ব্যাটিং:-১২৭(৫২)*], পুরস্কার তুলে দেন ইউথ ক্রিকেট একাডেমির কোচ মাহফুজুর রহমান পল্লব। দিনের দ্বিতীয় খেলায় টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম ক্রিকেট একাডেমি। ব্যাট করতে নেমে ২০ ওভার মোকাবেলা করে ১০ উইকেটের বিনিময়ে ১৮৮ রান কওে স্পোর্টস বাস্কেট ইলাভেন। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সচিন বাবু দাশ ৬০(৩৫)।
জবাবে ব্যাট করতে নেমে সি সি এ সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। ম্যাচ সেরা মিরাজ [বোলিং:-২.১-০-৯-৫] এর হাতে পুরস্কার তুলে দেন সালমান ফাহিম। আগামীকাল কোনো মাঠে গড়াবে ২টি ম্যাচ।