জুলাই শহীদদের উৎসর্গ করে চবিতে আবৃত্তি কর্মশালা

1

চবি প্রতিনিধি

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের উৎসর্গ করে ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৪’ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ। ‘বৈষম্যহীন শব্দের নান্দনিক উচ্চারণই আবৃত্তি’ এই ¯েøাগানকে ধারণ করে আয়োজিত হবে কর্মশালাটি। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। কর্মশালায় দেশবরেণ্য বাচিকশিল্পী, বেতার ও টেলিভিশন উপস্থাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ প্রশিক্ষক হিসবে থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। কর্মশালায় আসন সংখ্যা ২২৪টি। ২৪ এর গণঅভ্যুত্থানকে ধারণ করে ২২৪টি রাখা হয়েছে বলে জানান তারা। আগামী ১৯ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এবং অফলাইনে দুই মাধ্যমেই কর্মশালার নিবন্ধন করা যাবে। চাকসু ভবনের নিচতলা ও ব্যবসায় প্রশাসন অনুষদ যাত্রী ছাউনিতে স্থাপিত বুথ থেকে প্রতিদিন সকাল ১০টা-দুপুর ২টা পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। আগামী ১৬ জানুয়ারি থেকে কর্মশালার ক্লাস আরম্ভ হবে। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভপতি মো. শাহাদাত হুসাইন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের একটি অন্যতম আয়োজন আবৃত্তি কর্মশালা। কর্মশালা আমরা জুলাই শহিদদের স্মরণে উৎসর্গ করছি। কর্মশালার যাবতীয় কার্যক্রম সাজবে জুলাইয়ের রঙে। ২২৪ জন প্রশিক্ষণার্থীকে আমরা ৭টি মেন্টরিং গ্রæপে ভাগ করবো এবং প্রতিটি গ্রæপের নাম আমরা জুলাই শহিদদের নামে সাজিয়েছি। যে ৭ জন শহিদের নামে ৭ টি গ্রæপের নামকরণ করা হয়েছে তারা হলেন শহিদ হৃদয় তরুয়া, শহিদ ফরহাদ, শহিদ আবু সাইদ, শহিদ ওয়াসিম আকরাম, শহিদ ফয়সাল ইসলাম শান্ত, শহিদ মীর মুগ্ধ, শহিদ সাংবাদিক তাহির জামান প্রিয়।
তিনি আরো বলেন, আবৃত্তি সংসদ আবৃত্তি শিল্পের মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চার অন্যতম একটি কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বৈচিত্র্যকে ধারণ করে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের মাঝে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। তন্মধ্যে প্রমিত উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি কর্মশালা, পথ আবৃত্তি, জাতীয় দিবস উদযাপন, পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, প্রকাশনা, আবৃত্তি উৎসব ইত্যাদি সংগঠনটির কর্ম পরিকল্পনার অন্যতম অংশ।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ চাকসু নিবন্ধিত একটি সাংস্কৃতিক সংগঠন। যেটি ২০২৪ সালের ২৫ ফেব্রæয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে তার যাত্রা শুরু করে।