জুলাই যোদ্ধার তালিকায় ছাত্রলীগ নেতার নাম!

1

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ গেজেটে মাহিবী তাজওয়ার নামে এক ছাত্রলীগ নেতার নাম তালিকায় স্থান পেয়েছেন। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের এনামুল হকের পুত্র। গতকাল সোমবার এই ঘটনার দৃশ্যমান তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত প্রতিবাদলিপি দিয়েছেন মামুনুর রশিদ ও এহেছানুল হক আহাদসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এতে উল্লেখ করা হয়, গত ৪ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত হওয়া বিপ্লবীদের তালিকা প্রকাশ করে। এতে ছাত্রলীগ নেতা মাহিবী তাজওয়ারের নাম তালিকাভুক্ত হয়েছে। যার গেজেট নং- ৫৩৪। মাহিবী তাজওয়ার ২০২২ সালের ১০ জুন প্রকাশিত কমিটির বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ২০২৩ সালের ২৯ জুলাই প্রকাশিত কমিটির চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। তার নাম প্রকাশিত জুলাই আহতদের গেজেটে অন্তর্ভূক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।
ছাত্রদল নেতা মামুনুর রশিদ জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নগরীর মুরাদপুর এলাকায় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা মাহিবী তাজওয়ার জড়িত ছিলেন। তবে আন্দোলনের এক পর্যায়ে নিজে আহত হলে ২ আগস্ট তৎকালীন স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল মোতালেব তাকে চট্টগ্রামের বাসায় দেখতেও যান। আন্দোলন দমনের সাথে সরাসরি যুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা সরকারিভাবে আহতদের তালিকায় স্থান পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছি। দ্রæত সুষ্ঠু তদন্তপূর্বক তার নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে জানতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানকে ফোন করেও সাড়া পাওয়া যায়নি।