জুলাই বিপ্লবে শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে দেবে চসিক

1

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই চট্টগ্রাম শহর শুধু আমার একার নয়। সবাই মিলে ঐক্যবদ্ধভাকে পরিচ্ছন্ন একটি গ্রীণ সিটি, ক্লিন ও হেলদি সিটি চট্টগ্রামবাসিকে উপহার দেব। উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জুলাই বিপ্লবে প্রতিটি শহীদ পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেব। চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিমের নামে ইতোমধ্যেই একটি পার্কের নামকরণ ঘোষণা দিয়েছি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে। তবে এখানে তাদের সাঙ্গপাঙ্গরা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যত বেআইনি অস্ত্র ও অবৈধ ব্যক্তির কাছে বৈধ অস্ত্র আছে সব উদ্ধার করতে হবে। আরা যত সন্ত্রাসী আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
শ্রমিকদের দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকরা যদি মারা যায় তাহলে যে জায়গায় নির্মাণ শ্রমিকরা কাজ করছে তাদের পারিবারিক সহযোগিতার জন্য আমরা সহায়ক হিসেবে কাজ করবো। ভবন মালিক থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার ব্যবস্থা করার ব্যাপারে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটা করার সেটি আমি করব। একজন শ্রমিকও যেন কোনো ধরণের নির্যাতন, হয়রানি এবং জুলুমের শিকার না হয় এ দায়িত্ব আমাদের।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক সাহেদ বক্স, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন। বক্তব্য রাখেন বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাাদক হাজী আবু ফয়েজ, জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মহসিন চৌধুরী, দিদারুল ইসলাম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা মো. হাসান, মো. দিদার, শহীদ উল্লাহ, আনোয়ার হোসেন, মো. জুয়েল, মো. জহির, খলিল খান, মো. জাকের, বেলাল হোসেন, দেলোয়ার হোসেন, বেলাল মেম্বার, মো. জাফর, মো. আলমগীর, মো. ইমরান, মো. মাসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি