জুলাই বিপ্লবীদের জন্য ঢাকায় আসছেন রাহাত

1

জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকায় আসছেন পাকিস্তানের খ্যাতনামা শিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত চ্যারিটি কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। ‘ইকোস অব রেভোলিউশন’ নামের এই কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও অংশ নেবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ এবং র‌্যাপ সংগীতশিল্পী সেজান এবং হান্নান।
এই কনসার্টের বিস্তারিত জানাতে শুক্রবার বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্পিরিটস অব জুলাই। লিখিত বক্তব্য প্রদান করেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।