‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা নিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে হবে’

1

নগরীর চকবাজারস্থ শহীদ ওয়াসিম আকরাম মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি ও রোটার‌্যাক্ট ক্লাব-এর যৌথ উদ্যোগে ‘কেমন শিক্ষানীতি চাই’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের চেয়ারম্যান এম এ হাশেম রাজু। অনুষ্ঠানটি যৌথ পরিচালনা করেন আইএইচআরসি’র এসিসট্যান্ট সেক্রেটারি, প্রকৌশলী আ স ম রাগীব আহসান মুন্না ও রোটার‌্যাক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটি-এর প্রধান ডা. মোহাম্মদ হারুনুর রশীদ আকাশ।
এতে প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের চেতনা ও আদর্শ নিয়ে নতুন করে বাংলাদেশের ইতিহাস গড়তে হবে। রক্তভেজা বাংলাদেশের মানচিত্রে খুনী, স্বৈরাচার ও প্রেতাত্মাদের ঠাঁই হতে পারে না। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইএইচআরসি চট্টগ্রাম মহানগর পরিচালক ক্রীড়াবিদ মোহাম্মদ লিয়াকত আলী জসিম। আইএইচআরসি বাংলাদেশ ন্যাশনাল বোর্ডের সদস্য প্রফেসর মো. আরিফ, পরিবেশবাদী মো. শওকত নুর, সেলিম কায়সার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু মোহাম্মদ চৌধুরী, নারগিস সুলতানা, মো. সেলিম কাইসার, মেহজাবিন সুলতানা, রোর্টাযাক্টর এটিএম ফাউজুল কবির, মো. হারুনুর রশিদ আকাশ, ডা. ইখতিয়ার উদ্দিন ইরফান, ডা. শেখ আরাফাত উদ্দিন, ফয়সাল হোসাইন বাতিন, মো. আফলাতুল কাইসার ফাহিম, মো. সাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় সর্বসম্মতিক্রমে আগামী ১৩ ডিসেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীদের সংর্বধনা ও তাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি