জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজে

1

অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে গত জুলাই-২০২৪ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্রদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল গত ২৬ নভেম্বর স্কুল ও কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক দীপেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম হক্কানি, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি কাউসার আক্তার চৌধুরী, সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি রোমানা আফরোজ, সিনিয়র শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারী, সঙ্গীতা ব্যানার্জী, রেহান উদ্দিন প্রমুখ। আলোচনার পরে শহীদ ছাত্রদের রুহের মাগফিরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন সিনিয়র শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন আনোয়ারী। স্মরণসভা ও দোয়া মাহফিলের পর জুলাই অভ্যুত্থানের উপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে স্কুলের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন প্রভাষক নিগার সুলতানা, নাসরিন আক্তার, সাহিদা শিবলী, মুশফিকা রহমান, এ্যানি চৌধুরী, সিনিয়র শিক্ষক সাহিদা আরবি, সালমা আক্তার, শর্মিষ্ঠা দত্ত, উম্মুল খায়ের, গৌরি দাশ, আবু তাহের, জাহেদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি