জুডিসিয়াল কিলিংয়ে জড়িতদের শাস্তি সময়ের দাবি: নজরুল ইসলাম

1

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির ও পরিবেশবিদ নজরুল ইসলাম বলেছেন, বিচার ব্যবস্থার আড়ালে পরিকল্পিত হত্যাকান্ড তথা ‘জুডিশিয়াল কিলিং’ এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। তিনি বলেন, আমরা যদি এই অবিচার রোধে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এর চরম মূল্য দিতে হবে। একটি স্বাধীন রাষ্ট্রে যেখানে আইন সর্বোচ্চ প্রাধান্য পাওয়া উচিত, সেখানে রাজনৈতিক বিদ্বেষ ও ঘৃণার ভিত্তিতে রায় চাপিয়ে দেওয়া হয়েছে, যা বিশ কোটি মানুষের ন্যায়ের আশা-আকাঙ্ক্ষায় আঘাত হেনেছে।
২৮ মে মজলুম জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বেকসুর মুক্তি কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি লুৎফর রহমান।
অধ্যক্ষ হেলালী বলেন, আজহারুল ইসলাম একজন নির্যাতিত রাজবন্দি, যার বিরুদ্ধে ফ্যাসিবাদী শাসনের আওতায় মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আল্লাহ তাকে জীবিত রেখেছেন যেন তিনি এই শাসকগোষ্ঠীর পরিণতি প্রত্যক্ষ করতে পারেন।
সভায় সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর মাহবুবুল হাসান রুমি। সঞ্চালনায় ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর জাহান সিরাজী। বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মকবুল আহমদ ভূঁইয়া, পাঁচলাইশ থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুল হক ও শহিদুল্লাহ তালুকদার। বিজ্ঞপ্তি