রাঙ্গুনিয়ায় করোনাভাইরাসের সংক্রমনরোধে জীবানুনাশক ছিটানো শুরু করা হয়েছে। গত ২৯ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. মাসুদুুর রহমান নিজে জীবানুনাশক ছিটিয়ে কার্যক্রম শুরু করেন। এ সময় সেনাবাহিনী, পুলিশ, জনপ্রতিনিধি ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, করোনাভাইরাসের সংক্রমনরোধে উপজেলার সব এলাকায় জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজটি বাস্তবায়ন করছেন। খবর পেয়েছি এর আগে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নিজ নিজ এলাকায় জীবানুনাশক ছিটিয়েছেন। এটি ভালো উদ্যোগ। সবাইকে এই কাজে সহযোগিতার অনুরোধ করেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের এডমিন (প্রশাসক) হাবীবুর রহমান বলেন, কয়েকদিন ধরে বিভিন্ন দলে ভাগ হয়ে সংগঠনের ২০ জন সদস্য জীবানুনাশক ছিটানোর কার্যক্রম চলছে। ছোট পরিসরে কার্যক্রমটি করা হচ্ছে। উপজেলা প্রশাসন জীবানুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করায় সাধুবাদ জানাচ্ছি। আশা করছি পুরো রাঙ্গুনিয়ায় জীবানুনাশক ছিটানোর সম্ভব হবে। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে জীবানুনাশক ছিটানোর কাজ শুরু করতে দৃষ্টি আকর্ষন করেন। অবশেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রমটি শুরু করা হয়।