‘জীবন গড়তে শ্রদ্ধাশীল হতে হবে মূল্যবোধের প্রতি’

1

জীবনকে গড়তে হলে মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে অনেক কাঠখড় পুড়িয়ে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা আজ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে। সংস্থার সৃজনশীলতার উত্তরণ ঘটেছে। যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) আয়োজিত ক্ষুদ্রঋণ কার্যক্রমের কর্মীদের নিয়ে ষান্মাসিক কর্মী সম্মেলন উদ্বোধন করতে গিয়ে জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালক কবি সাঈদুল আরেফীন এ মন্তব্য করেন।
সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়সামীন পারভীনের সভাপতিত্বে গত ২০ জুন লাভলেন সড়কস্থ নগরীর সানমার মোমেনা মেনোর কমিউনিটি হলে দিনব্যাপী আয়োজিত কর্মী সম্মেলনে সংস্থার মূল্যবোধ, কার্যক্রম, সূচনার প্রেক্ষাপট, মানবসম্পদ ব্যবস্থাপনা, কোড অব কন্ডাক্ট, পিএসইএ, সেফগার্ডিং ইস্যুসহ ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংস্থার সঞ্চয় ও নীতিমালা, সফটওয়্যার ব্যবস্থাপনা, মনিটরিং ও ইসিবোর্ড সংযোগ, সংযোগ সংস্থার অতীত ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে পরিচালনায় বিগত কয়েক দশকে জেএসইউএসের উত্তরণ, নারীদের মধ্যে জাগরণ ও উদ্যোক্তায় উন্নীতকরণের নানা প্রসঙ্গ ওঠে আসে সংস্থার পরিচালক সাঈদুল আরেফীন, সহায়ক সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম, প্রশাসনিক ব্যবস্থাপক শারমীন পারভীনের আলোচনায়।
প্রশিক্ষণধর্মী এ কর্মশালা ও সম্মেলনে মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা ও প্রাইস) মুনজিলুর রহমান, শাখা ব্যবস্থাপক বিপ্লব বিশ্বাস, সুমন দেব, রূপক কান্তি দাশ, অনিল বরণ দাশ, সিএম মো. রুবেল, বাবুল দে, মো. আজিজ, পার্বতী চক্রবর্তী, অজিত দাশ, মো. সালাহউদ্দিন, লায়লা আক্তার, রুমা আক্তার, শেলী রানী দেবী, রমজান আলী, নয়ন দাশ, দুর্জয় দাশ।
সভাপতির ভাষণে নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন বলেন, মানুষের জন্য কাজ করতে করতে জেএসইউএস মানবকল্যাণে এগিয়ে যাচ্ছে। কর্মীদের কার্যক্রমে গতিশীলতা আনতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, আগামীতে জেএসইউএস মানুষের আশীর্বাদপুষ্ট হয়ে তার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে নিঃসন্দেহে। বিজ্ঞপ্তি