জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে: চুয়েট ভিসি

1

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জীবনের প্রতিটি নতুন অধ্যায় নতুন সম্ভাবনা নিয়ে আসে। শিক্ষা প্রতিষ্ঠানে আসার মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন করা নয়, এর বাইরেও আরও অনেক কিছু আছে। অর্জিত শিক্ষা তৈরি করবে একজন দায়িত্বশীল, নৈতিক এবং দক্ষ নাগরিক হিসেবে।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ এর উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ ও একাডেমিক ভবনের ৩য় তলার শুভ উদ্বোধন অনুষ্ঠান-২০২৫ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়েট আইআইসিটি এর পরিচালক ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ মিসেস রুনু মজুমদার। উপস্থিত ছিলেন চুয়েট আইকিউএসি এর পরিচালক ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের একাডেমিক উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া ও মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদেও সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষক মো. ফিরোজ আলম। এর আগে চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের একাডেমিক ভবনের ৩য় তলার শুভ উদ্বোধন করেন এবং স্কুল ও কলেজের ক্লাসরুম, ল্যাব পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি