মাইজভান্ডার দরবার শরিফ সংলগ্ন হোসাইনী দাতব্য চিকিৎসা ও খতনা সেন্টারে নিয়মিত চিকিৎসাসেবার পাশাপাশি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্পের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানদের বিনামূল্যে ওষুধসহ খত্না অনুষ্ঠান ২৫ অক্টোবর সম্পন্ন হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট কর্তৃক পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এ মহৎ কাজটি করে যাচ্ছে। দুস্থ, প্রান্তিক, অভাবী, চাষী, দায়গ্রস্ত কন্যার বিবাহে সহায়তা, কুটির শিল্প, ঝড়ে পড়া শিক্ষার্থী, অন্ধদের পাশে দাঁড়ানো, গৃহনির্মাণে সহায়তা, দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা সামগ্রী প্রদান, ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করা ইত্যাদি সমাজসেবামূলক কাজ অন্যদের জন্য প্রেরণার উৎস।
এ সময় উপস্থিত ছিলেন ডা. মাহবুবুর রহমান, ডা. জিয়াউল হাসান, আবদুল হালিম আল মাসুদ, মোহাম্মদ নাছের, আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোহাম্মদ আলী মাসুদ, আবদুল হমিদ ও আলী হায়দার বাবলু প্রমুখ। বিজ্ঞপ্তি