জিয়াউল হক ভান্ডারীর (ক.) খোশরোজ আজ

110

ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) বিশ্বঅলি শাহানশাহ মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) বার্ষিক ৯০ তম খোশরোজ শরীফ উপলক্ষে ফটিকছড়ির জুলুস উদ্যাপন পরিষদের পক্ষ থেকে প্রত্যক শাখা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সকল সদস্যদেরকে গতকাল সোমবার দুপুর ১২ টায় ফটিকছড়ি রাজঘাট বিবিরহাট সিএন্ডবির মাঠ ময়দানে স্ব-স্ব কমিটির ব্যানার নিয়ে জমায়েত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ফটিকছড়ির সমন্বয়ক কমিটির আহব্বায়ক ও আশেকানে হক ভান্ডারী বিবিরহাট শাখার সভাপতি মোহাম্মদ হাফেজ আবুল কাশেম। খবর বিজ্ঞপ্তির