শাহানশাহ্্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট এর মহিলা সংগঠন দি মেসেজের ব্যবস্থাপনায় বিশেষ মহিলা মাহফিল নগরীর ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এডভোকেট শাহাজাদী ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় মাহফিরের নির্ধারিত বিষয় ‘ত্যাগের মহিমায় ভাস্বর মাহে জিলহজ ও মর্হরম’ উপর আলোচনা করেন কুমিল্লা ঘিলাতলা দরবারের সাজ্জাদানশীন পীরজাদা মুফতি বাকীবিল্লাহ আল-আজহারী আল-মাইজভান্ডারী। তিনি বলেন, মুসলমানরা পবিত্র জিলহজ মাসে হজ ও কোরবানি পালনের মাধ্যমে নিজের ভিতরের পশুত্বকে কোরবানি দিয়ে আত্মশুদ্ধির শিক্ষা গ্রহণ করে এবং মহররম মাসে ঐতিহাসিক কারবালার হৃদয়বিদারক ঘটনা থেকে সত্য ও ন্যায় পথে অবিচল থাকার শিক্ষায় উজ্জীবিত হয়। প্রকৃত মুমিন মুসলমান তারাই যারা আহলে বাইতের অনুসারী।
কোরআন তেলাওয়াত করেন হামিদা রশিদ সুমাইয়া, পবিত্র নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন ওয়াসিমা রহমান প্রিয়ন্তী এবং মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। মাহফিলে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি