জিয়া স্মৃতি ক্রিকেটে চট্টগ্রামের শুভসূচনা

1

ক্রীড়া প্রতিবেদক

বিএনপি’র কেন্দ্রীয় কমিটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে শুভসূচনা করেছে চট্টগ্রাম সবুজ দল। ঢাকায় গতকাল প্রথম খেলায় তারা ৬ উইকেটে কুমিল্লাকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে কুমিল্লা ২০১ রান করে। জবাবে ১৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে মাত্র ২৫ বলে ৭৪ রান করে ম্যাচসেরার পুরস্কার লাভ করেন আবুদল্লাহ হানিফ রাদিয়ান। এছাড়া জসিমউদ্দিন ৩৯ বলে ৭১ ও উইকেটরক্ষক কফিলউদ্দিন ২৩ রান যোগ করেন। আগামীকাল (১৭ জানুয়ারি) চট্টগ্রামের প্রতিপক্ষ ময়মনসিংহ।