জিয়া ফুটবল টুর্নামেন্ট আজ

2

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আজ বসছে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো আসর।
একদিনের এ টুর্নামেন্টে শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচে জয়ী দুই দল বিকাল তিনটায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং স্থানীয় তারকা ফুটবলারদের নিয়ে চারটি দল গঠন করা হয়েছে। খেলায় অংশগ্রহণ করবেন সাবেক তারকা ফুটবলার সাব্বির, আলফাজ, আমিনুল হক, মামুনুল ইসলাম মামুন, এনামুল হক, শরীফ, সুজন, মিঠু, মিলন, ডন, সোহেল রানা, জিয়া, মুক্তার আলি প্রমুখ। ফাইনাল খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধক থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহŸায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারনুর রশীদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।