জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে সাজসজ্জা উপ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৬ জানুয়ারি সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে প্রচার উপ-কমিটির আহব্বায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তর সভাপতিত্বে ও সদস্য সচিব চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খাঁন সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’-এর চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহব্বায়ক মসিউল আলম স্বপন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক ও কমিটির সদস্য সাইফুল আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন। সভায় আগামী ১১ জানুয়ারি হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সার্থক এবং টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে কমিটির নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য মিয়া মোহাম্মদ হারুন, মাঈনুদ্দীন মোহাম্মদ শাহীন, আরিফুর রহমান, মোহাম্মদ মামুনুর রশিদ, মোহাম্মদ হেলালুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, সালাউদ্দিন, মোহাম্মদ জহিরুল ইসলাম, হেলাল,গাজী ফারুক হোসেন, নুরুল ইসলাম সুমন, খালেদ রাব্বি, আলাউদ্দিন, সাজ্জাত আহমেদ সাদ্দাম, ইসমাইল সরকার, সুমন, আরিফুর ইসলাম অরিফ, মোহাম্মদ মিজান, সহিদ, সাইফুল আলম রুবেল, আনোয়ার, হাবিবুর রহমান মামুন, আরিফ হোসেন প্রমুখ।