জিয়া ক্রিকেট টুর্নামেন্ট প্রচার উপকমিটির সভা

1

দেশজুড়ে আসন্ন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৪ চট্টগ্রাম বিভাগের আয়োজন সফল করার লক্ষ্যে প্রচার উপ কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম টুর্নামেন্ট কমিটির কার্যালয়ে প্রচার উপ-কমিটির আহŸায়ক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খাঁন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক ও কমিটির সদস্য সাইফুল আলম,চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমন।
আগামী ১১ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল ও সার্থক করার জন্য এবং টুর্নামেন্টকে সৌন্দর্যপূর্ণ করার জন্য নানামুখী উদ্যোগ নেয়া হয়। টুর্নামেন্ট উপলক্ষে কমিটির নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়।