চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের পরিচিতি সভা গত ১৭ ফেব্রুয়ারি নগরীর নাছিমন ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির সদস্য গোলাম আকবর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ শাহ মোহাম্মদ নেছরুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহব্বায়ক আলহাজ মাওলানা মোহাম্মদ কাজি সেলিম রেজা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব এডভোকেট কাজি মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহব্বায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন বিন নূরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলহাজ হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরাচারী আওয়ামী লীগের বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি বলেন, জিয়ার শাসনামলে দেশের আলেম-ওলামারা যথাযথ সম্মান পেয়েছিলেন এবং তৎকালীন শীর্ষ ওলামায়ে কেরামের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আলহাজ্ব ছালাউদ্দীন, অধ্যাপক ইউনুচ চৌধুরী, মো. নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত, কাজী মো. সালাউদ্দীন, এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দীন চৌধুরী, মোজাম্মেল হক চৌধুরী, রফিক উল্লাহ হামিদী, নুরুল আবছার আনচারী, মাওলানা ইউসুফ, হাফেজ আবদুল্লাহ, কাজী ফয়েজুল্লাহ, সিরাজুল ইসলাম, নুরুল আফসার আনচারী, শহিদুল্লাহ চিশতী, এইচ এম জয়নাল, মাওলানা মুজিব, নাজিম উদ্দিন শাহীন ও মাওলানা জাবের। বিজ্ঞপ্তি