জিয়ার কাটা মিঠাছড়া খাল পুনঃখনন হচ্ছে

2

হাটহাজারী প্রতিনিধি

প্রায় ৪৫ বছর পূর্বে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কাটা মিঠাছড়া খাল অবশেষে পূনঃখনন করা হচ্ছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১১ মাইল এলাকার উক্ত পূনঃখনন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক লুৎফুন নাহার শারমীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ খাঁন, পৌরসভার পানি ও নিষ্কাশন প্রকৌশলী সালমা খাতুন, পৌরসভা বিএনপি’র আহবায়ক মো. জাকের হোসেন, সদস্য সচিব মো. অহিদুল আলম, যুগ্ম আহবায়ক মো. আবদুল শুক্কুর, সাহেদুল আজম সাহেদ ও হায়াত দৌলত।
বেদখল এবং ভরাট হওয়া মিঠাছড়াটি উদ্ধার করা বিষয়টি নিশ্চিত করে ইউএনও এবিএম মশিউজ্জামান গণমাধ্যম কর্মীদের বলেন, খালটির পৌরসভা ও উপজেলা প্রয়োজনে জেলা থেকে আর্থিক সহযোগিতা নিয়ে খনন করা হবে। বৃহত্তর স্বার্থে প্রশাসন এবং জনসাধারণকে মিঠাছাড়া খালটি খননে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
কালটি পুনঃখনন করা গেলে পৌরসভা এলাকা ছাড়া ও কয়েকটি ইউনিয়নের চাষাবাদে সুফল বয়ে আনবে।