জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের মহিলা মাহফিল

1

এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল ২৬ অক্টোবর নগরের রূপালী আবাসিক গেইট সংলগ্ন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোর পথে’র সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত¡াবধানে সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সানজিনা ইসলাম, মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং ‘ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রবিউস সানি মাস’ শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা। মাহফিলের নির্ধারিত ‘গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হাটহাজারীর ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। আলোচক উল্লেখ করেন, গাউসুল আযম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) ইসলাম ধর্মের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সূফিরা তাঁকে ‘বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী’ নামে সম্বোধন করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর ইরাকের অন্তর্গত ‘জিলান’ নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাঁকে সম্বোধন করা হয়। বিজ্ঞপ্তি