মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ষোলশহর ২নং গেট জাতীয় বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ. এম রাশেদ খান বলেন, শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক। বাংলাদেশী জাতিসত্ত¡ার রূপকার এবং আধুনিক বাংলাদেশের স্থপতি। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে এই বিপ্লব উদ্যানেই তিনি প্রথম বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের সূচনা করেন। ১৯৭১ সালের ২৬শে মার্চ কিংবা ১৯৭৫ সালের ৭ই নভেম্বর দেশের যেকোনো ক্লান্তিলগ্নে তিনি এগিয়ে এসেছেন। দেশমাতৃকার স্বার্থে তিনি কখনো আপোষ করেননি। জিয়াউর রহমান ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক।
দেশবাসীর হৃদয়ে তিনি চিরজাগ্রত থাকবেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, সেলিম রেজা, হারুন আল রশিদ, মামুনুর রহমান, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, যুগ্ম-সম্পাদক জমির উদ্দিন নাহিদ, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণসম্পাদক আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, মিজানুর রহমান বাবুল, মিজানুর রহমান সাইফুল, আকবর হোসেন মানিক, নুরআলম, লুৎফর রহমান জুয়েল, হারুনুর রশিদ মনি, ইসকান্দর হোসেন, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো.পারভেজ, আলতাফ হোসেন, শফিউল আলম শফি,আকতার হোসেন বাবলু, রিয়াজ উদ্দিন রাজু, দুলাল মিয়া, নোমান সিকদার সোহাগ, মো. পারভেজ, আব্দুর রশিদ টিটু, সজল বড়–য়া, নুর হোসেন, আব্দুর রশিদ, মো. পারভেজ, মোক্তার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি