মিরসরাই প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার ইছাখালী ও ওচমানপুর ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে আবুরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্ব›দ্বীতা করে ইছাখালী ইউনিয়ন বিএনপি একাদশ বনাম ওচমানপুর ইউনিয়ন বিএনপি একাদশ। খেলায় ইছাখালী ইউনিয়ন বিএনপি একাদশকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওচমানপুর ইউনিয়ন বিএনপি একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী, সাব্বির হোসেন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তফা চৌধুরী, কামাল উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা শরফুদ্দীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভ‚ঁইয়া ও শেখ মোহাম্মদ আবরার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফরিদ উদ্দিন, ফরিদ গাজী, ডা. মাজহারুল ইসলাম, জসিম উদ্দিন, নাজমুল হক, সাদেক হোসেন, শেখ ফরিদ মেম্বার, সুলতান আহাম্মদ সোহেল, আশরাফুল হক, ডা. কামাল উদ্দিন প্রমুখ।