ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশে ক্রিকেট সংগঠক বা সংগঠন ডজনে ডজনে থাকলেও মেধাবী ক্রিকেট সংগঠক ইয়াছিন চৌধুরী যা করেছে তা আর কেউ পারেনি। দেশ ছাড়িয়ে আবুধাবী টি-টেন লিগ, কানাডার গেøাবাল টি-টোয়েন্টি লিগ, লংকান টি-টেন লিগ, ক্যারিবীয়ান টি-টেন লিগ খেলা ক্রিকেট পাগল ইয়াছিন চৌধুরীর বাংলা টাইগার্স জিম-আফ্রো টি-টেন লিগে চ্যাম্পিয়ন হয়ে বিষ্ময় সৃষ্টি করেছে ক্রিকেট বিশ্বে। বিদেশের মাটিতে ফ্রাঞ্জাইজি ক্রিকেটে বাংলাদেশের পতাকা উড়ানো একমাত্র দল চট্টগ্রামের এফএমসি গ্রæপের মালিকানাধীন বাংলা টাইগার্স যে অনন্য রেকর্ড তৈরি করেছে তা কোন একক ব্যক্তিত্ব বা গ্রæপের এমন রেকর্ড আর নাই।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত জিম-আফ্রো টি-টেন লিগের শ্রেষ্টত্ব অর্জন করে অনন্য ইতিহাস গড়েছে বাংলা টাইগার্স। রোববার রাতে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তীব্র প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ ফাইনালে কেপটাউন সেম্প আর্মিকে ৫ রানে পরাজিত করে প্রথমবারের মত শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলা টাইগার্স। দলটির কর্ণধার ইয়াছিন চৌধুরী, সিইও জাফির ইয়াছিন চৌধুরীসহ দলের খেলোয়াড়-কর্মকর্তারা দলের এই সাফল্যে আনন্দে আত্মহারা হয়ে মাঠে অসাধারণ এক দৃশ্যের অবতারণা করেন।
রোমাঞ্চকর এ ফাইনালের শেষ ওভারে কেপটাউন সেম্প আর্মির জয়ের জন্য দরকার ছিল ২১ রানের। তিনাশে মুসাওয়ার করা শেষ ওভারের প্রথম দুই বলে জ্যাক টেইলর দুটি ছক্কা মেরে বাংলা টাইগার্স শিবিরে কাঁপন ধরিয়ে দিলেও তৃতীয় বলে এক রান নিয়ে টেইলর দিক পরিবর্তন করতেই পরের বলটি ডট করলেন ডেভিড মালাম। পঞ্চম বলে এক রান ও শেষ বলে জ্যাক টেইলর এক রান নিলে প্রথম শিরোপা জয়ের বাঁধ ভাঙ্গা জোয়ারে মাতে বাংলা টাইগার্স খেলোয়াড় কর্মকর্তারা।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২৪ রানে থামে কেপটাউনের ইনিংস। আফ্রিকা জয়ের পর বাংলা টাইগার্সের স্বত্বাধিকারী ইয়াছিন চৌধুরী আগামী মাসে আবুধাবী টি-টেন লিগ ও লংকান টি-টেন লিগ ট্রফিও জয়ের লক্ষ্য নিয়েও মাঠে নামবেন বলে জানান।