বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় জিপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নমইংচং ম্রো (১৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২ কিশোরী। নিহত ও আহতরা রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দলিয়ান পাড়ার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রুমা থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী বান্দরবানে যাচ্ছিলেন। পথে মুরুং বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি জীপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এসময় ঘটনাস্থলেই মারা যায় নমইংচং ম্রো নামে এক মোটরসাইকেল আরোহী। গুরুতর আহত হন কিশোরী মেনরাও ম্রো (১৬) ও নিয়রিং ম্রো (১৪) নামে আরও দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ নিহত ও আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
আহতদের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামের চমেক হাসপাতালে রেফার করেন। অপরজন বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অন্যজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী বলেন, মোটরসাইকেল ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জন। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।