জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ শতদলের টানা ৭ম পরাজয়

41

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে টানা সাত ম্যাচ হেরে অবনমনের মারাত্মক শংকায় স্টেডিয়াম পাড়ার ক্রীড়া সংগঠন শতদল ক্লাব। জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে গতকালের খেলায়ও তারা মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের কাছে ০-১ গোলে হেরেছে। ঘটনাবহুল ম্যাচটিতে মোহামেডান ব্লুজের গোলদাতা আফ্রিকান ফুটবলার ডি কস্টা। দারুণ আক্রমনাত্মক ফুটবল খেলে নৈপুণ্য দেখালেও দুর্বল ফিনিশিং আর স্কোরিংএ অমার্জনীয় ব্যর্থতায় হারের বৃত্ত থেকে বের হতে পারে নি ঐতিহ্যবাহী দলটি। তাদের বিদেশি ফুটবলার সানা পেনাল্টি শট মারেন বারের উপর দিয়ে। অবশ্য এ পেনাল্টি শটটি থেকে প্রথমে গোল হলেও শটের আগে শতদলের প্লেয়ার বক্সে ঢুকে যাওয়ার কারণে গোলটি বাতিল করেন রেফারি। আর এতেই লেগে যায় বিপত্তি। রি-কিক মিস হলে শতদলের খেলোয়াড়রা প্রতিবাদমুখর হয়ে উঠেন। তবে টিম ম্যানেজার আবুল মেজাজ হারিয়ে চেয়ার নিয়ে মাঠে ঢুকে পড়েন। উত্তেজিত আবুলকে দলের খেলোয়াড়রা নিবৃত করায় অপ্রীতিকর কিছু ঘটেনি। গ্যালারিতে অবস্থানরত কর্মকর্তারও ক্ষুব্ধ হয়ে উঠেন। পরে অবশ্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর পরেও শতদল বেশ কয়েকটি গোলের সহজ সুযোগ সৃষ্টি করে কিন্তু সবকিছু করলেও গোল নামক সোনার হরিণ অধরাই থেকে যায় সিজেকেএস কোষাধ্যক্ষ সাহাবুদ্দিন মো. জাহাঙ্গীরের দলের। চলমান লিগে দলটির আর বাকি আছে মাত্র দুটি ম্যাচ। এখনো পর্যন্ত পয়েন্টের মুখ না দেখা ক্লাবটি অবশিষ্ট দুই ম্যাচে জয় পেলেও অবনমনের হাত থেকে রক্ষা পাওয়ার কোন হিসেব মেলানো যাচ্ছে না। কারণ লিগ টেবিলের তলানিতে থাকা অন্য দু’দল বন্দর ও বিসিআইসির পয়েন্ট ৫। গতকালকের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের খেলোয়াড় টনির হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য আছলাম মোরশেদ।
আজকের খেলা : মুক্তিযোদ্ধা বনাম বিসিআইসি (৩টা)।