সীতাকুন্ড প্রতিনিধি
সীতাকুন্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় ক্রেন দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া মগপুকুর এলাকার রৌশনুজ্জমানের পুত্র মো. ফারহান মোস্তাফা (২৪) ও মিরসরাই থানার বাকের ফকির গ্রামের মো. শামসুল আলমের পুত্র মো. রিফাত (২৫)। গতকাল রবিবার সকালের দিকে বাঁশবাড়িয়া-সুলতানা মন্দির এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার সকাল ১০টার দিকে রড তৈরির কারখানা জিপিএইচ ইস্পাতের একটি ভবনের এসি নষ্ট হয়। তা মেরামত করতে বিল্ডিংয়ের বাইরে থাকা মালবাহী ক্রেনের লিফটে করে দুই শ্রমিক এসির আউটডোর মেরামতে ৪ তলার উপর উঠছিলেন। দুই তলার মাঝামাঝি উঠলে হঠাৎ লিফটির তার ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন দুপুর দুইটার দিকে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে জানতে জিপিএইচ ইস্পাত কারখানার ম্যানেজিং ডিরেক্টর মো. আলমাস শিমুল ও ডিজিএম মাসুদুল করিমকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু তারা ফোন রিসিভ করেননি।
সীতাকুন্ড মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, নিহত দুই শ্রমিক এসির কাজ করতেন জিপিএস ইস্পাত কারখানায়। সেখানে একটি ভবনের এসির সমস্যা হলে সকালে দুই শ্রমিক ক্রেনের লিফটে করে ৪ তলায় উঠছিলেন। ২ তলা পর্যন্ত উঠার পর হঠাৎ লিফটটির তার ছিঁড়ে দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মৃত্যুবরণ করেন।
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি, সরেজমিন পরিদর্শন করবো। কর্তৃপক্ষের কোন রকম ত্রুটি থাকলে সে বিষয়ে ব্যবস্থা নিব।