ফটিকছড়ির জাফতনগর ইউনিয়নের ফতেপুর জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা, ফল ও পিঠা উৎসব সম্পন্ন হয়েছে। ২২ মে সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি বলেন, বিতর্ক প্রতিযোগিতা হল শিক্ষামূলক কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট কোনো বিষয়ে তাদের মতামত যুক্তি ও তথ্যের ভিত্তিতে উপস্থাপন করে। স্কুল জীবনে বিতর্ক প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতামূলক কার্যক্রম নয়, এটি শিক্ষার্থীদের মেধা বিকাশের এক অনন্য মাধ্যম। এতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের চিন্তাধারা, বিশ্লেষণ ক্ষমতা এবং বক্তব্য উপস্থাপনার দক্ষতা বাড়ায়।
প্রধান আলোচক ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. মুহাম্মদ সেলিম রেজা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী খাস্তগীর। উপস্থিত ছিলেন- আহমদ আলী চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, নিপু বড়ুয়া, সেবিকা বড়ুয়া, প্রিয়াঙ্কা সুশীল, মো. শাহজালাল, উম্পি বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি