জাহাজ কাটা প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা জরিমানা

55

আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে অনুমতি ছাড়া পরিত্যক্ত জাহাজ কেটে পরিবেশের ক্ষতি করায় একটি প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল শুনানি শেষে জাহাজ কাটা প্রতিষ্ঠান ফোর স্টার এন্টারপ্রাইজকে এ ক্ষতিপূরণ দিতে বলেছে। সম্প্রতি পারকি সমুদ্র সৈকতে অনুমোদন ছাড়াই পরিত্যক্ত জাহাজ ‘এমভি ক্রিস্টাল গোল্ড’ ভাঙ্গার কাজ শুরু করে ফোর স্টার এন্টারপ্রাইজ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. বদরুল হুদা জানান, ফোর স্টার এন্টারপ্রাইজ কোনো অনুমোদন ছাড়াই সমুদ্র সৈকতে জাহাজ ভাঙ্গার কাজ শুরু করে। এ অভিযোগ পাওয়ার পর অধিদপ্তরের পক্ষ থেকে শুক্রবার সরেজমিনে জাহাজটি পরিদর্শন করে সরকার ঘোষিত পর্যটন এলাকায় সামুদ্রিক বালিয়াড়ি এবং সৈকতে টিনের ঘের দিয়ে এটি ভাঙ্গার উদ্যোগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এর প্রেক্ষিতে গতকাল অধিদপ্তরের কার্যালয়ে ফোর স্টারের মালিককে শুনানিতে হাজির হতে নোটিস দেওয়া হয়।
বদরুল হুদা আরো জানান, ফোর স্টার এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম আজাদ বাবুলের উপস্থিতিতে শুনানিতে এক হাজার ৪৯১ শতাংশ সৈকতের ওপর জীববৈচিত্র নষ্ট এবং সামুদ্রিক জীববৈচিত্র ধ্বংস করার অপরাধে দুই কোটি টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। ক্ষতিপূরণের অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।