জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ আগামী ২৯ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার নাসিমন ভবন দলীয় কার্যালয় অনুষ্ঠিত জাসাসের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এ উপলক্ষে জাসাস চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। জাসাস চট্টগ্রাম সাংগঠনিক টিম-২ এর সমন্বয়ক ও জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কমিটির আহবায়ক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন ভার্চুয়ালি যোগ দেন।
জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাসাসের আহবায়ক লায়ন এম এ মুসা বাবলু, দক্ষিণ জেলার আহব্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জাসাস নেত্রী নাজমা সাঈদ, বিএনপি নেতা আলি আজম চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, দক্ষিণ জেলার সদস্য নাসির উদ্দীন, রাঙ্গামাটি জেলা সভাপতি কামাল হোসেন, কক্সবাজার জেলা সভাপতি আরাফাত সাইফুল আদর, চট্টগ্রাম মহানগর জাসাস নেতা দোস্ত মোহাম্মদ, শেখ জামিল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি