রাঙ্গুনিয়ার ১নং ওয়ার্ড পৌর এলাকার হযরত হাফেজ মুজিবুর রহমান (রহ.) মাজার সংলগ্ন মাওলানা কাজী সাবের আহমদ আল কাদেরী প্রতিষ্ঠিত বাইতুল ইজ্জত জামে মসজিদের একতলা মসজিদ সম্পূর্ণ খরচে নতুনভাবে নির্মাণ করে দেবে জালাল উদ্দিন মদিনা ফাউন্ডেশন।
১০ জানুয়ারি বাইতুল ইজ্জত জামে মসজিদে নামাজ আদায় ও হাফেজ মাওলানা মুজিবুর রহমান (রহ.) মাজার শরীফ জিয়ারত করার পর মসজিদের ভিত্তি প্রস্তাবনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জালাল উদ্দিন মদিনা, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি আহŸায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মাওলানা সাবের আহমদ আল কাদেরী, মো. হাবিব রহমান, মো. সেকান্দর, হাফেজ সায়েম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লীবৃন্দ। বিজ্ঞপ্তি