জালালাবাদ মাদ্রাসায় গুণীজন সংবর্ধনা

3

নগরীর বায়েজিদ থানাধীন জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসার উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান শনিবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে ও মাওলানা রফিক উল্লাহ হামিদির সঞ্চালনায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এস কে খোদা তোতন। তিনি বলেন, নৈতিকতা অর্জনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। জালালাবাদ তালীমুল কুরআন মাদ্রাসা থেকে শত শত হাফেজে কুরআন বের হয়ে দেশ ও দেশের বাইরে সুনাম অর্জন করে আসছে। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, প্রাইভেট মাদরাসা এসোসিয়েশন চট্টগ্রামের মহাসচিব মীর মুহাম্মদ ইউসুফ ছানুবী, মুফতি নুরুন্নবী, ব্যাংকার হাবিবুর রহমান, মাওলানা শামসুল হক, আইআইইউসির সাবেক লেকচারার মুফতি আহসান উল্লাহ, আল্লামা রুমী জামে মসজিদের খতিব মাওলানা আবু আইমান, হাফেজ মাওলানা মোস্তাক, হাফেজ মাওলানা সলিমুল্লাহ প্রমুখ। হাফেজ মুহাম্মদ তৈয়বের সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি