নতুন চেহারায় নিজেদের মেলে ধরছে জার্মানি। নেশন্স লিগের উদ্বোধনী ম্যাচে তারা হাঙ্গেরিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
লিগ ‘এ’-তে গ্রুপ তিনের ম্যাচে ২৭ মিনিটেই অগ্রগামিতা পায় জার্মানি। মিডফিল্ডার মুসিয়ালার অ্যাসিস্টে জাল কাঁপান নিকলাস ফুলক্রুগ।
পুরো ম্যাচেই কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন জামাল মুসিয়ালা। একটি গোল করার সঙ্গে গোল বানিয়ে দিয়েছেন তিনটি। ৫৮ মিনিটে মুসিয়ালা করেন নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল। ৬৬ মিনিটে মুসিয়ালার সঙ্গে ওয়ান-টু করে ব্যবধান ৩-০ করেন ফ্লোরিয়ান ভির্টজ। ম্যান অব দ্য ম্যাচ মুসিয়ালার বানিয়ে দেওয়া বলে ৭৭ মিনিটে চতুর্থ গোলটি করেন পাভলোভিচ। এই অর্ধেও ক্রসবার দুঃখে ভোগা হাভের্টজ অবশেষে ৮১ মিনিটে নাম তুলেন স্কোর শিটে। এবার পেনাল্টি থেকে গোল করেন তিনি।