আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত এশিয়াখ্যাত ও বাংলাদেশের অন্যতম বৃহত্তম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এ প্রতিষ্ঠানে প্রতিবছর ক্রমবর্ধমান ছাত্র সংখ্যার চাহিদা মেটাতে নতুন ভবন নির্মাণ ও পুরাতন ভবনের বর্ধিতকরণের কাজ হাতে নেয়া হয়।
গত সোমবার নবনির্মিত ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন এবং সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার বিস্তারকল্পে চালুকৃত দরসে নেযামীর নতুন বর্ধিত ভবন উদ্বোধন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন আওলাদে রাসূল পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। এসময় উপস্থিত ছিলেন আওলাদে রাসূল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ)।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, অধ্যক্ষ কাজী আব্দুল আলিম রেজভী, দরসে নেযামীর মহাপরিচালক হাফেয মাওলানা মুহাম্মদ সোলায়মান আনসারী, আনজুমান ট্রাস্ট’র কার্যকরী সদস্য মুহাম্মদ মাহবুব ছাফা প্রমুখ।
ভবন নির্মাণে যারা অক্লাš Íপরিশ্রম করেছেন বিশেষ করে আনজুমান ট্রাস্ট’র এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দিন শাকের, আনজুমান সদস্য মাহবুব ছাফাসহ সকলকে ধন্যবাদ জানান হুজুর কেবলাদ্বয়।
উদ্বোধন শেষে আনজুমান কর্মকর্তা, জামেয়ার ছাত্র-শিক্ষক, সকল পীর ভাই-বোনসহ সমগ্র মুসলিম উম্মাহ্র জন্য দোয়া করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, হুজুর কেবলা (মা.জি.আ) নিয়মিত কর্মসূচী হিসেবে আজ বুধবার বেলা ১১ টায় জুলুছ ময়দানে মহিলা বায়াত এবং বাদ এশা পুরুষ বায়াতের দিনব্যাপী আলমগীর খানকা শরীফে অবস্থান করবেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের জন্য আহŸান জানিয়েছেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি