জামাল আহমেদের পরিবারের সদস্যদের পাশে আমীর খসরু

1

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী গত সোমবার হালিশহর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম জামাল আহমেদের পরিবারের সাথে হালিশহরের বাসায় সাক্ষাৎ করেন। তিনি এ সময় পরিবারের সদস্যের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন ও তাদের খোঁজ-খবর নেন। আমীর খসরু এ সময় জামাল আহমেদের রাজনীতি ও সামাজিক কর্মকান্ডের কথা স্মরণ করে প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম-আহব্বায়ক এস এম সাইফুল আলম, মনজুর আলম মঞ্জু, সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাসেম, মহানগর ছাত্রদল আহব্বায়ক সাইফুল আলম, বিএনপি নেতা আবু জহুর, শহীদ মোহাম্মদ চৌধুরী, আবুল কালাম আজাদ সেলিম, দিদারুর রহমান সুমন, খুরশিদ মাঝি, ওয়ার্ড বিএনপির আহব্বায়ক সাইফুল আলম, রফিকুল ইসলাম, সেলিম রেজা, মোহাম্মদ ইলিয়াস প্রমুখ। পরে আমীর খসরু হালিশহর চৌধুরীপাড়ায় কৃষকদলের নেতা বাবর ইসলামের বাসায় যান। বিজ্ঞপ্তি