জামালের সময় কাটছে ছবি এঁকে!

79

এই সময়ে তার থাকার কথা ছিল জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা স্থগিত হয়ে গেছে। প্রিমিয়ার ফুটবল লিগও বন্ধ। হঠাৎ ময়দান থেকে ছুটি মেলায় ফুটবলারদের অনেকেই ছুটিতে গেছেন। আবার কেউ কেউ ক্লাবেই থাকছেন। অনেকটা বিচ্ছিন্ন থাকার মতো। এই দলে পড়েছেন সাইফ স্পোর্টিং ক্লাব ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হঠাৎ ‘অবসর’ পেয়ে জামালের সময় কাটছে একটু অন্যভাবে।
জামালের বাবা-মা থাকেন ডেনমার্কে। স্ত্রী থাকেন জার্মানিতে। ইউরোপের সঙ্গে বিমানযোগে যাতায়াতে কড়াকড়ি আরোপ হওয়ায় ছুটি নিয়ে বাবা-মা অথবা স্ত্রীর কাছে যাওয়ার উপায় নেই এই মিডফিল্ডারের। তাই ঢাকায় থেকে ফিটনেস ধরে রাখার জন্য নিয়মিত জিম করছেন। পাশাপাশি ছবি আঁকছেন শখের বশে। জামালের ছবি আঁকার শখটা অবশ্য পুরোনো। সময় পেলেই রঙ-তুলি আর ক্যানভাস নিয়ে বসে পড়েন। করোনা নিয়ে দুশ্চিন্তার মধ্যেও একদিন আগে প্রায় সাত থেকে আট ঘণ্টা আপনমনে ছবি এঁকেছেন জামাল। এ নিয়ে প্রশ্ন করতেই বললেন, ‘আগের মতো তো ছবি আঁকার সময় পাই না। মাঝেমধ্যে আঁকি আরকি! এখন একটু সময় পেলাম। ভাবলাম প্লে-স্টেশন খেলবো নাকি ছবি আঁকবো! শেষমেষ রংতুলি নিয়ে বসলাম।’