নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় নগরীর লালদীঘি ময়দানে সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি এ আল্টিমেটাম দেন। মহানগরী জামায়াত এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, আমরা নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী। আমরা সুশৃঙ্খল। আমরা দেশপ্রেমিক শক্তি। দেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ আছি, থাকব। সংবিধানে রয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান। তাহলে কেনো আমাদের নেতা আজহারুল ইসলাম সুবিচার থেকে বঞ্চিত হবেন? আগামী ২০ ফেব্রæয়ারির মধ্যে আমাদের প্রিয় নেতাকে মুক্তমঞ্চে আনতে না পারলে গোটা বাংলাদেশে লাগাতার কর্মসূচি পালন করা হবে। আমাদের ধৈর্য্য পরীক্ষা করবেন না। আমরা অনেক ধৈর্য্য পরীক্ষা দিয়েছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে পিছনে যাওয়ার জায়গা থাকে না।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আহছানউল্লাহ ভুঁইয়া, জাফর সাদেক, মাওলানা আমিরুজ্জামান, নুরুল আমিন চৌধুরী, আনোয়ারুল আলম চৌধুরী, আলা উদ্দিন সিকদার, ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা বদরুল হক, আবদুল জব্বার, মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, এস এম লুৎফর রহমান, তানজির হোসেন জুয়েল, ইব্রাহিম হোসেন রনি ও মোহাম্মদ ইব্রাহিম।
শাহজাহান চৌধুরী বলেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার শাসনামলে বিচারিক কার্যক্রম সারা বিশ্বে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। স্বৈরাচারের আমলে গ্রেপ্তারকৃত এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা চরম জুলুম এবং অন্যায়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে আটক রাখা জাতির জন্য বিস্ময়।